সেষ পর্যন্ত ছাড়া পেলেন খালেদা জিয়া। এবং কি বলেন দেখুন

খালেদা জিয়ার মুক্তির খবর 






বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের চলমান কর্মসূচিতে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিকে সামনে নিয়ে আসছে।


রোববার সরকারকে দেয়া দলটির ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে কেন্দ্র করে আন্দোলনে 'বাঁক পরিবর্তন' করার মতো কর্মসূচি আসতে পারে বলে বলছে বিএনপি নেতারা।


সোমবার রাজধানীর ধোলাইখাল এলাকায় এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, “আজকে তিনি (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এতোই বেশি তার শরীর অসুস্থ যে ডাক্তাররা বলছেন যে, অবিলম্বে তার বাইরে চিকিৎসার ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল বলেছি, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় এর সমস্ত দায়-দায়িত্ব এই সরকারকেই নিতে হবে।”


এর আগে রোববার মি. আলমগীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে খালেদা জিয়ার মুক্তির জন্য দুই দিনের আল্টিমেটাম ঘোষণা করেন।


বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিবিসিকে বলেছেন, “এখন আমরা যে কর্মসূচির মধ্যে আছি, এর বাইরে একটা কিছু হবে নতুন ধরণের, বাঁক পরিবর্তনের একটা ঘটনা হয়তো হবে, ধারণা করছি আরকি।”


যদিও সেটি ঠিক কী ধরণের কর্মসূচি তা বিস্তারিত বলেননি তিনি।


তবে আল্টিমেটাম নিয়ে বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করা হলেও তারা তাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচির বিষয়ে জানাতে চাননি।

আরো পড়ুন....

Comments